"অভাব"
লিখেছেন লিখেছেন জিহর ১৮ মে, ২০১৬, ০৬:২৬:৩৭ সন্ধ্যা
আজ মাসের ২৯ তারিখ। নতুন মাস আসতে বাকি ২ দিন ( চলতি মাসটি ৩১দিনের কারনে)।
যথারীতি নিজের পকেট, মানিব্যাগ, বালিশের নিচ, টেবিলের ড্রয়ার সব, সব ফাঁকা। বন্ধুদের অবস্থাও একই, সুতরাং ধার পাওয়ার কোন সুজোগ নেই। টিওশন থেকে গতো মাসেই অগ্রিম বেতন নিয়ে নিয়েছি। তাই নিরুপায় হয়ে শেষে ভাইয়াকে ফোন দিলাম। যদি কিছু পাই। নইলে ম্যাচে মিল বন্ধ হবে রাত থেকেই।
ভাইয়ার অফিস আমার ম্যাচ থেকে খুব একটা দুরে না হলেও আবার কাছে না!
আজ থেকে দশ বছর আগে যখন বাবা মারা যান,তখন থেকে ভাইয়াই আমাদের পরিবার দেখছে। এবং ইন্টার পাশ করার পর সোজা উপার্জনে আত্মনিয়োগ করেছে। এখন ছোট একটা কম্পানিতে সে চাকরিরত আছে। ফোন দেয়ায় ভাইয়া বিকালে তার অফিসে দেখা করতে বল্লো। রিকশা করে যাওয়া অসম্ভব। তাই হাত দুটো পকেটে গুঁজে দিলাম লম্বা হাটা।
আমার যতোদুর মনে হয়, এই সময় ভাইয়ার অবস্থাও আমার মতো। তবুও যেহেতু যেচে আসতে বল্ল, তাই রিক্স না মনে করেই হাটা দিলাম তার অফিস বরাবর। হয়তো কারো কাছ থেকে কিছু টাকা ধার করে দিতে পারবে।
অফিসে গিয়ে ভাইয়াকে পেলাম না। একজন বললো সে বাইরে গেছে..! আমি মনে মনে ভেবে নিলাম, আমার জন্য টাকা জোগাড় করতে বেরিয়েছে।
ফোন যে দেব, তারও উপায় নেই। মোবাইল ব্যালেঞ্চ, শূণ্য টাকা ১১ পয়শা।
ওদিকে গতোকাল রাত থেকে আমার টিওশন স্টুডেন্ট প্লাস হতে পারে প্রেমিকার মিস কলে মেজাজ খিটমিট করছে।
ওর বাবা কি কখোনই ওর ফোনে টাকা পাঠায় না? বেচারি সুন্দরি চাইলে বড়োলোক কারো সাথে সহজে প্রেম করতে পারতো! কেন যে আমার পিছু নিয়েছে? ওর কারনে ইদানিং আমার মোবাইল বিল বেড়ে গেছে।
আমি কতো করে বলেছি যে, ওর সাথে আমার যায় না।
কিন্তু ও আমার পিছু আপাততো ছাড়বে বলে মনে হচ্ছে না।
আসলে আমি কি ওর সাথে ড্রামা করি নাকি প্রেম? ঠিক বুঝিনা!
মাঝে মাঝে নিজেকে খুব শূন্য মনে হয়। আবার যখন ওরকথা ভাবি, ভালোই লাগে। কিন্তু প্রেম ভালোবাসা যে আমার জন্য নয়! ওতে আমায় মানায় না। কারোন ওটার জন্য চাই টাকা। যা আমার নেই..!
তাই নিজেকে প্রবোধদেই বরেবার।
নিজেই নিজেকে বলি, তুই পারবি না! তোর ক্ষমতা নেই প্রেম করার।
কেন মেয়েটাকে মিছে মায়ায় জড়াচ্ছিস। নিজের ক্ষতি করবি কর!
কিন্তু আরেক জনের হৃদয় ভাঙার অধিকার তোর নেই!
আবার ভাবি, আর মাত্র কয়েকটা দিন। তারপর ও মেডিকেলে ভর্তি হবে! তখন তো আর আমাকে ওর বাবা রাখবেন না ইংলিশ টিউটর হিসেবে।
এই কিছুদিন না হয় অভিনয় করে যাই। এ সুখ টুকু অন্তত নিতে সমস্যা নেই। খোদা তায়ালা যা কপালে রেখেছেন তাই হবে...!
আসলে ওকে নিয়ে ভাবতে গেলে খুব বেশি দুর ভাবতে পারি না। একটুপর হতাশা আমায় ঘিরে ধরে....
.
এ সব ভাবতে ভাবতে কখন যে ঘন্টা পার হয়ে গেছে, টেরই পাইনি। কিন্তু ভাইয়া এখনো এলো না। কি আর করা...? অপেক্ষাই করি। এভাবে আরো ঘন্টা খানিক বসে রইলাম। কারন একটাই, সবুরে মেওয়া ফল্লেও ফলতে পারে! কিন্তু ভাইয়া এসে যা ভেবেছিলাম, তাই বল্ল। তবে অন্য দিনের তুলনায় তার চেহারা আজ বেশ মলিন লাগছিল।
ভাইয়াকে বল্লাম, তাহলে আমি যাই...
ভাইয়া রিকশা ভাড়া আছে কিনা জিজ্ঞেস করলো, আমি হ্যা সূচক মাথা নাড়লাম। যদিও পকেট ফাঁকা। কারন ভাইয়ার কাছে টাকা থাকলে নিজে থেকেই রিকশা ঠিক করে ভাড়া দিয়ে দেয়। যাতে আমি টাকা বাঁচাতে হাটা না শুরু করি।
কিন্তু আজ ভাইয়া অবাক করে দিয়ে বল্ল.....
টাকাটা আমায় ধার দিবি? দুপুরে খাইনি,আবার সকালেও নাস্তা করিনি!
তখন আমি পুরোই ফ্রিজ হয়ে গেলাম! কারন
আমার কিছুই করার ছিলো না। আমার গলা ধরে আসলো।
আমি শুধু এতোটুকু বল্লাম যে, আমার কাছেও কোন টাকা নেই......
বিষয়: বিবিধ
৮৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবা / ভাইয়ের মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের সিংহভাগই চলে যায় প্রেমিকার মন জয় করতে।
ইনশা আল্লাহ কাছে পাবেন, আর একট কথা, আপনার প্রতিমন্তব্য মন্তব্যকারীর নিকট পৌছে নাই, একটু খেয়ার করে প্রতি মন্তব্য করার অনুরোধ রইল, মানে ডান কোনে নিচের ব্লু এরোতে ক্লিক করে তারপর লিখবেন।
আমার ব্লগে আসার আবেদন রইল। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন